মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাজ্য-ভারত বাণিজ্য আলোচনা ‘বন্ধ’ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য আলোচনা ‘বন্ধ করেছে’ ভারত। এ শিরোনামে খবর ছেপেছে দ্য টাইমস। কিন্তু সেই খবরকে ‘ভিত্তিহীন’ বলেছে দ্য ইকোনোমিক টাইমস। লন্ডনে গত মাসে ভারতীয় হাই কমিশনে শিখ চরমপন্থি দলের সমর্থকদের হামলার ঘটনার জেরে যুক্তরাজ্যের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা ‘বন্ধ করা’ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে পরস্পরবিরোধী খবর প্রকাশ পেয়েছে। প্রথমে যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হলের এক কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলে, ‘যুক্তরাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত না খালিস্তান চরমপন্থিদের বিরুদ্ধে জনসম্মুখে নিন্দা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত ভারত সরকার দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে আলোচনা করতে চায় না।’

দ্য টাইমসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। ওইদিনই ভারতের ইংরেজি ভাষার দৈনিক দ্য ইকোনোমিক টাইমস এ ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমসের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়। তারা দিল্লিতে এজন ব্রিটিশ কূটনীতিকের বরাত দিয়ে এটাও বলে, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা যথা নিয়মেই চলছে।

 

সর্বশেষ খবর