বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চার্লসের অভিষেকের আগেই অঘটন

চার্লসের অভিষেকের আগেই অঘটন

ব্রিটেনের হবু রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের আগেই বড়সড় অঘটন ঘটে গেল লন্ডনের বাকিংহাম প্যালেসে। আর মাত্র চার দিন বাদেই ইংল্যান্ডের নতুন রাজা সিংহাসনে বসবেন। সে উপলক্ষে গোটা লন্ডনেই এখন সাজসাজ রব। কিন্তু তার আগে মঙ্গলবার সন্ধ্যায় বাকিংহাম প্যালেসের সামনের মাঠে এক ব্যক্তি একের পর এক শটগানের কার্টিজ ছুড়ে মারেন বলে পুলিশের অভিযোগ। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে সন্দেহজনক একটি ব্যাগ উদ্ধার হয়েছে। তবে সেই ব্যাগে কী আছে, তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। রানি এলিজাবেথের উত্তরসূরিকে রাজা হিসেবে স্বাগত জানানোর প্রস্তুতিও তুঙ্গে। রাজ্যাভিষেক সমারোহে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে। এর মধ্যেই সেখানেই নিরাপত্তার বড়সড় গলদ ধরা পড়ল গতকাল। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে সন্ত্রাসী কার্যকলাপও বলছে না। তবে রাজপ্রাসাদের নিরাপত্তা বলয় ভেদ করে একজন কীভাবে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকল এ নিয়ে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ খবর