বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ০০:০০ টা

৪৬.২ তাপমাত্রা দেখল মিয়ানমার

৪৬.২ তাপমাত্রা দেখল মিয়ানমার

বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় গতকালও শীর্ষস্থান ধরে রেখেছে মিয়ানমারের চাউক। তাপমাত্রাবিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, গতকাল দুপুরে চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা ছিল নাইজারের টিলাবেরি শহরে। তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাঁদের ন’জামেনা শহর। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেখা গেছে, গত পরশুর মতো গতকালও বিশ্বের সবচেয়ে উত্তপ্ত ১০ শহরের মধ্যে মধ্যপ্রাচ্যের একটিও নেই। তবে তালিকায় আফ্রিকা মহাদেশের আধিপত্য লক্ষ্য করা গেছে।

সর্বশেষ খবর