শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

জেদ্দায় বাশার আল-আসাদ

জেদ্দায় বাশার আল-আসাদ

সিরিয়া যুদ্ধ শুরুর পর প্রথম সৌদি আরব সফরে গেলেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আরব লিগের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার জেদ্দায় পৌঁছান তিনি। সৌদির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে সাড়া দিয়ে বৃহস্পতিবার রাতে লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার কিং সালমান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রেসিডেন্ট আসাদ।

পার্সটুডের খবরে জানানো হয়, জেদ্দা বিমানবন্দরে বাশার আল-আসাদকে (৫৭) স্বাগত জানান সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার এক যুগ পর আরব লিগের শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করবেন আসাদ। এতদিন সিরিয়ার সদস্য পদ স্থগিত ছিল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ২২ সদস্যবিশিষ্ট আরব লিগের ৩২তম শীর্ষ সম্মেলনে যোগ দিতেই সৌদি আরব গেছেন বাশার আল-আসাদ। গতকাল থেকে দুই দিনব্যাপী ওই সম্মেলন শুরু হয়েছে। আরব লিগের শীর্ষ সম্মেলনে সিরিয়ার যোগদানের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংস্থার মহাসচিব আহমেদ আবুল গেইত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ। উল্লেখ্য, ২০১২ সালে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় সিরিয়ার। ১২ বছর পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক ব্যবস্থায় বড় রকমের পরিবর্তন শুরু হয়। এরই অংশ হিসেবে সিরিয়াকে কাছে টেনে নেয় আরব দেশগুলো।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর