মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের বিধানসভায় ফের ‘শূন্য’ কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের বিধানসভায় ফের ‘শূন্য’ কংগ্রেস

বায়রন বিশ্বাস

তিন মাসও গেল না। জাতীয় কংগ্রেস ছেড়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন রাজ্যটির একমাত্র কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস। গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে এক সংবাদ সম্মেলন থেকে বায়রনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বায়রনের এই দলবদলের ফলে রাজ্য বিধানসভায় ফের এক থেকে কংগ্রেসের সদস্য সংখ্যা নেমে হলো শূন্য। চলতি বছরের ২ মার্চ মুর্শিদাবাদের ‘সাগরদীঘি’ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতেছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। ওই নির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূল প্রার্থী দেবাশীষ ব্যানার্জিকে পরাজিত করেন তিনি। সেক্ষেত্রে বিধানসভায় তাদের সদস্য ছিলেন একমাত্র বায়রন। কারণ তার আগে ২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি কংগ্রেস। স্বাধীনতার পর কার্যত এমন দিন কখনো দেখেনি শতাব্দী প্রাচীন এই দলটি। যদিও তিন মাস আগে এই বায়রনকেই বলতে শোনা গিয়েছিল ‘আমি কংগ্রেসে আছি, ছিলাম, থাকব। কিন্তু শেষ পর্যন্ত সেই কথা রাখলেন না।

সর্বশেষ খবর