শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা

তুলির টানে বিশ্বভারতীর ছাদে আস্ত পুকুর

কলকাতা প্রতিনিধি

তুলির টানে বিশ্বভারতীর ছাদে আস্ত পুকুর

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাদে পুকুরের মতো শিল্পকর্ম -বাংলাদেশ প্রতিদিন

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাদে তুলির টানে আস্ত একটি পুকুর বানিয়ে তাতে পদ্ম ফোটালেন এক শিক্ষার্থী। তার সেই পুকুরের নীল পানিতে ফুটে আছে শালুক আর পদ্মফুল। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এ দৃশ্য। আর তারপরেই বেড়েছে মানুষের ভিড়, পড়েছে ছবি তোলার হিড়িক।

এই দৃশ্য এঁকেছেন শিল্পী সুমন দে। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা। বিশ্বভারতীর কলাভবনের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থী। একার দক্ষতায় তিনি এই কাজটি করেছেন। রং, তুলিসহ গোটা খরচও তিনি নিজেই বহন করেছেন।

সুমনের এই শিল্পকর্ম স্যোশাল নেটওয়ার্ক সাইটে দারুণ প্রশংসা কুড়াচ্ছে। বিশ্বভারতীর অন্যান্য পড়ুয়াদের মধ্যেও এই কৃত্রিম পুকুরে এসে ছবি তোলার হিড়িকও পড়েছে। প্রায় ৩৫ হাজার রুপি খরচ হয়েছে শিল্প কর্মটি করতে।

সর্বশেষ খবর