চলতি বছরের প্রথম পাঁচ মাসে পশ্চিম তীরে ১১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংগঠন এ তথ্য দিয়েছে। শুক্রবার প্রকাশ করা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরু থেকে ২৯ মে পর্যন্ত পূর্ব জেরুজালেমে ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। সবমিলিয়ে আহত হয়েছেন ৪ হাজার ২২৯ জন। এ ছাড়া ইসরায়েলি বসতি নির্মাণকারীদের ৪ শতাধিক হামলায় পাঁচ ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন ১০৫ জন। এ সময় ৫৭৫ ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এ সময়ে ১৮ ইসরায়েলি
নিহত হয়েছে, আহত ১১১ জন। এদিকে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য ৩০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল ১০৭ মিলিয়ন ডলার। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখাননি দাতারা। আরব নিউজ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        