সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম তীরে বড় হামলার প্রস্তুতি ইসরায়েলের

ফিলিস্তিনের পশ্চিম তীরে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। দেশটি বলছে এর মাধ্যমে এলাকাটি সন্ত্রাসীমুক্ত করা হবে। হিব্রু সংবাদপত্র মারিভে প্রকাশিত এক রিপোর্টের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। খবরে জানানো হয়, গত সপ্তাহে ফিলিস্তিনিদের হামলায় হেরমেশ বসতিতে মেইর তামারি নামের এক ইহুদি নিহত হন। তাই ইসরায়েল পশ্চিম তীরের পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ মনে করছে। ফিলিস্তিনিদের হামলার তীব্রতা প্রসঙ্গে মারিভ পত্রিকার সামরিক রিপোর্টার লেভ-রাম বলেন, ইসরায়েল একটি দীর্ঘস্থায়ী বিপদে রয়েছে। ২০২২ সালে মোট ২০ ইসরায়েলি সেনা পশ্চিম তীরে নিহত হন।

সর্বশেষ খবর