মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ০০:০০ টা

ওড়িশায় আবারও ট্রেন লাইনচ্যুত

ভারতের ওড়িশা রাজ্যে স্মরণকালের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তিন দিন পর আবারও ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। দ্য হিন্দু জানায়, গতকাল রাজ্যের বারগড় এলাকায় চুনাপাথরবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। ডুংরি চুনাপাথরের খনি থেকে বারগড় সিমেন্ট প্ল্যান্টের মধ্যে নির্মিত ন্যারোগেজ ট্রেন লাইনে এ ঘটনা ঘটে। রেল কর্মকর্তারা জানান, ‘একটি ব্যক্তিগত সাইডিংয়ের ভিতরে ঘটনাটি ঘটেছে। ট্রেনটি একটি প্রাইভেট কোম্পানির মালিকানাধীন। এর রক্ষণাবেক্ষণ ও অপারেশনের সঙ্গে রেল মন্ত্রণালয় সম্পৃক্ত নয়।’ দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। এর আগে শুক্রবার ওড়িশার বালেশ্বরের কাছে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে ২৭৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। তবে এ সংখ্যা এর আগে ২৮৮ বলে জানা যায়। পরবর্তীতে তা সংশোধন করা হয়।

 

সর্বশেষ খবর