ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হত্যা করেছেন।’ শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘মূলত পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্তত তাদের কাছে এ তথ্যই আছে। অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল।’ প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে- দাবি করলেও তার কোনো প্রমাণ হাজির করেননি ইউক্রেন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, প্রিগোজিনকে হত্যার নির্দেশ পুতিন দিয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা কথা। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও তার বাহিনীর কয়েক শীর্ষ কমান্ডার নিহত হন। এদিকে ইউক্রেনকে জার্মানি ট্যরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে খানিকটা পিছু হাঁটছে। দেশটি বলেছে, এ ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন কোনো সহজ প্রযুক্তি নয় যা খুব দ্রুত তৈরি করে ফেলা যাবে এবং ইউক্রেনকে সরবরাহ করা সম্ভব হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক বলেন, ইউক্রেনের কাছে এ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে এর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। ইউক্রেনের কাছে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তা রাশিয়ার ভূখণ্ডে আঘাত করবে না- এমন নিশ্চয়তা কীভাবে দেওয়া সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বায়েরবক সাংবাদিকদের বলেন, ‘অন্য মিত্রদেরও একই প্রশ্ন রয়েছে এবং নিশ্চয়ই আমরা এর সমাধান খুঁজে বের করব।’ জার্মানি নির্মিত ট্যরেস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার এবং এ ক্ষেপণাস্ত্র টর্নেডো, এফ-১৫ এবং এফ-১৮ জঙ্গিবিমান থেকে ছোড়া যায়। জার্মান ম্যাগাজিন দারস্পাইগেল গত মাসে জানিয়েছিল, ইউক্রেন এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য জার্মানিকে অনুরোধ জানিয়েছে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন : জেলেনস্কি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর