ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হত্যা করেছেন।’ শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘মূলত পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্তত তাদের কাছে এ তথ্যই আছে। অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল।’ প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে- দাবি করলেও তার কোনো প্রমাণ হাজির করেননি ইউক্রেন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, প্রিগোজিনকে হত্যার নির্দেশ পুতিন দিয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা কথা। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও তার বাহিনীর কয়েক শীর্ষ কমান্ডার নিহত হন। এদিকে ইউক্রেনকে জার্মানি ট্যরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে খানিকটা পিছু হাঁটছে। দেশটি বলেছে, এ ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন কোনো সহজ প্রযুক্তি নয় যা খুব দ্রুত তৈরি করে ফেলা যাবে এবং ইউক্রেনকে সরবরাহ করা সম্ভব হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক বলেন, ইউক্রেনের কাছে এ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে এর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। ইউক্রেনের কাছে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তা রাশিয়ার ভূখণ্ডে আঘাত করবে না- এমন নিশ্চয়তা কীভাবে দেওয়া সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বায়েরবক সাংবাদিকদের বলেন, ‘অন্য মিত্রদেরও একই প্রশ্ন রয়েছে এবং নিশ্চয়ই আমরা এর সমাধান খুঁজে বের করব।’ জার্মানি নির্মিত ট্যরেস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার এবং এ ক্ষেপণাস্ত্র টর্নেডো, এফ-১৫ এবং এফ-১৮ জঙ্গিবিমান থেকে ছোড়া যায়। জার্মান ম্যাগাজিন দারস্পাইগেল গত মাসে জানিয়েছিল, ইউক্রেন এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য জার্মানিকে অনুরোধ জানিয়েছে।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল