ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হত্যা করেছেন।’ শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘মূলত পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্তত তাদের কাছে এ তথ্যই আছে। অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল।’ প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে- দাবি করলেও তার কোনো প্রমাণ হাজির করেননি ইউক্রেন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, প্রিগোজিনকে হত্যার নির্দেশ পুতিন দিয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা কথা। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও তার বাহিনীর কয়েক শীর্ষ কমান্ডার নিহত হন। এদিকে ইউক্রেনকে জার্মানি ট্যরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে খানিকটা পিছু হাঁটছে। দেশটি বলেছে, এ ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন কোনো সহজ প্রযুক্তি নয় যা খুব দ্রুত তৈরি করে ফেলা যাবে এবং ইউক্রেনকে সরবরাহ করা সম্ভব হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক বলেন, ইউক্রেনের কাছে এ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে এর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। ইউক্রেনের কাছে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তা রাশিয়ার ভূখণ্ডে আঘাত করবে না- এমন নিশ্চয়তা কীভাবে দেওয়া সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বায়েরবক সাংবাদিকদের বলেন, ‘অন্য মিত্রদেরও একই প্রশ্ন রয়েছে এবং নিশ্চয়ই আমরা এর সমাধান খুঁজে বের করব।’ জার্মানি নির্মিত ট্যরেস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার এবং এ ক্ষেপণাস্ত্র টর্নেডো, এফ-১৫ এবং এফ-১৮ জঙ্গিবিমান থেকে ছোড়া যায়। জার্মান ম্যাগাজিন দারস্পাইগেল গত মাসে জানিয়েছিল, ইউক্রেন এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য জার্মানিকে অনুরোধ জানিয়েছে।
শিরোনাম
- 'রাজনীতির মধ্যে সততা আনা না গেলে রাজনীতি কখনোই সুন্দর হবে না'
- শাহজালালে অগ্নিকাণ্ড : রফতানিকারকদের ৬ দাবি
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ যথেষ্ট নয় : এ্যানী
- রোবট, এআই, ও বৈদ্যুতিক গাড়ি, সব এক মঞ্চে ‘ফিক্স ২০২৫’ প্রযুক্তি মেলায়
- মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে প্রবেশে নির্দেশনা
- ৩৮ বছর বয়সে অভিষেক হলো আফ্রিদির
- ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে শীর্ষে দিল্লি
- কমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার
- বলিউডে কার আয় কত? অভিনেত্রীদের পারিশ্রমিক তালিকা প্রকাশ
- যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে ছিনতাই
- শাহজালালে অগ্নিকাণ্ড : তিন দিনের বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ
- মাত্র দুই সপ্তাহে ৫০০ কোটির মাইলফলক ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’র
- ভুল রায়ে ৪৩ বছর কারাভোগ, এবার ভারতে নির্বাসন
- হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু
- শ্রীলঙ্কার বিপক্ষে নিগারদের বাঁচা-মরার লড়াই আজ
- মানসম্মত তথ্য খুবই গুরুত্বপূর্ণ: নারায়ণগঞ্জ ডিসি
- পর্নোগ্রাফির সঙ্গে জড়িত বাংলাদেশি যুগল গ্রেফতার
- হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মাইটিভির সাথী-তৌহিদ
- মাইক দিয়ে মানসিক ভয় দেখাচ্ছে থাই বাহিনী, জাতিসংঘে চিঠি কম্বোডিয়ার
- হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে ছেলেসহ হাজী সেলিম
প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন : জেলেনস্কি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর