ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে তার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই হত্যা করেছেন।’ শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, ‘মূলত পুতিন প্রিগোজিনকে হত্যা করেছেন। অন্তত তাদের কাছে এ তথ্যই আছে। অন্য কোনো তথ্য নেই। আর বাস্তব বিষয় হলো তিনি দুর্বল।’ প্রিগোজিনের মৃত্যুর পেছনে পুতিনের হাত রয়েছে- দাবি করলেও তার কোনো প্রমাণ হাজির করেননি ইউক্রেন প্রেসিডেন্ট। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানিয়েছে, প্রিগোজিনকে হত্যার নির্দেশ পুতিন দিয়েছিলেন বলে যে কথা বলা হচ্ছে, তা ডাহা মিথ্যা কথা। উল্লেখ্য, গত মাসের শেষ দিকে রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোজিন ও তার বাহিনীর কয়েক শীর্ষ কমান্ডার নিহত হন। এদিকে ইউক্রেনকে জার্মানি ট্যরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ব্যাপারে খানিকটা পিছু হাঁটছে। দেশটি বলেছে, এ ক্রুজ ক্ষেপণাস্ত্র এমন কোনো সহজ প্রযুক্তি নয় যা খুব দ্রুত তৈরি করে ফেলা যাবে এবং ইউক্রেনকে সরবরাহ করা সম্ভব হবে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বায়েরবক বলেন, ইউক্রেনের কাছে এ ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর আগে এর প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে। ইউক্রেনের কাছে এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পর তা রাশিয়ার ভূখণ্ডে আঘাত করবে না- এমন নিশ্চয়তা কীভাবে দেওয়া সম্ভব হবে এমন প্রশ্নের জবাবে বায়েরবক সাংবাদিকদের বলেন, ‘অন্য মিত্রদেরও একই প্রশ্ন রয়েছে এবং নিশ্চয়ই আমরা এর সমাধান খুঁজে বের করব।’ জার্মানি নির্মিত ট্যরেস ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০ কিলোমিটার এবং এ ক্ষেপণাস্ত্র টর্নেডো, এফ-১৫ এবং এফ-১৮ জঙ্গিবিমান থেকে ছোড়া যায়। জার্মান ম্যাগাজিন দারস্পাইগেল গত মাসে জানিয়েছিল, ইউক্রেন এ ক্ষেপণাস্ত্র সরবরাহ করার জন্য জার্মানিকে অনুরোধ জানিয়েছে।
শিরোনাম
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
প্রিগোজিনকে হত্যা করেছেন পুতিন : জেলেনস্কি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর