রাষ্ট্রীয় করনীতির প্রতিবাদে কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ৩৯ জন মারা গেছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩৬১ জন। এসব হতাহতের ঘটনা ঘটেছে ১৮ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে। তবে বিক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা করেছেন। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা গতকাল থেকে নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। কারণ গত রবিবার সরকারি টেলিভিশনে ভাষণ দেন উইলিয়াম রুটো। সেই ভাষণে তিনি বলেছেন, এতগুলো মৃত্যুর জন্য পুলিশ দায়ী নয়। নিজেদের মধ্যে সংঘাতে প্রাণ হারিয়েছেন তারা। পদত্যাগের পরিকল্পনাও যে তার নেই, তা-ও জানিয়েছেন। এ ভাষণ সম্প্রচারের পর থেকে আরও উত্তেজিত হয়ে উঠেছেন বিক্ষোভকারীরা।