প্রচন্ড তাপপ্রবাহে পুড়ছে গোটা ইরান। আর এ কারণে আজ রবিবার ইরানজুড়ে ‘শাটডাউন’ ঘোষণা করেছে দেশটির সরকার।
গতকাল সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রবিবার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ঘোষণায়। এদিকে গতকাল দেশটির সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শুক্রবার থেকে চরম তাপপ্রবাহে পুড়ছে গোটা ইরান। রাজধানী তেহরানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আগামী চার দিনও এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ইরনা