বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নেপালে হেলিকপ্টার দুর্ঘটনা নিহত ৪

দিন কয়েক আগে বিশ্ব গণমাধ্যমের খবর হয় নেপাল। বিমান দুর্ঘটনায় নিহত হয় ১৮ জন আরোহী। ফের নেপালে বিমান দুর্ঘটনা তবে এবার হেলিকপ্টার। তাতে নিহত হয়েছেন চারজন। হেলিকপ্টারটি ছিল নেপালের এয়ার ডায়নাস্টি সংস্থার। গতকাল রাজধানী কাঠমান্ডুর বাইরে একটি জঙ্গলে এয়ার ডায়নাস্টির কপ্টারটি ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে নুওয়াকোটের সূর্যাচৌরে।

দেশটির সংবাদমাধ্যমে বলা হয়েছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছিল বলেই ভেঙে পড়ে। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সূত্রের তরফে বলা হয়েছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে দুপুর ১টা ৫৪ মিনিট নাগাদ ছাড়ে। সূর্যচৌরে পৌঁছানোর পর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর সেটা টেক অব করার তিন মিনিট পরে ঘটেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রুবেসির দিকে যাচ্ছিল। জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় কয়েকটি ট্র্যাকিং রুটের সূচনা পয়েন্ট বলে পরিচিত।

সর্বশেষ খবর