লন্ডনে হাজার হাজার অভিবাসী রাস্তায় নেমেছে। তারা বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাদের হাতে ছিল পোস্টার, সেখানে বর্ণবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ ছাড়াও অভিবাসী, শরণার্থী ও যারা আশ্রয় নিতে চান তাদের স্বাগত জানাবার কথাও বলা হয়েছিল। লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিভারপুল, শেফিল্ড, ব্রিস্টলেও প্রচুর মানুষ রাস্তায় নেমে মিছিল করেছেন। মূূলত যুক্তরাজ্যে তিন শিশুকে ছুরিকাঘাত করে হত্যার পর দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বুধবার অভিবাসীদের বিরুদ্ধে মিছিলের ডাক দেয় অতি ডানপন্থিরা। তার প্রতিবাদে রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। তারা বর্ণবাদবিরোধী স্লোগান দেন।
লন্ডনের ফিঞ্চলিতে মিছিলে নিরাপত্তা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।