শিরোনাম
বুধবার, ২১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত বাড়ছে

ভয়ংকরভাবে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স বা এমপক্স! এ অবস্থায় গত সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। গোটা বিশ্বে হুহু করে বাড়ছে এমপক্স রোগীর সংখ্যা। বিশেষ করে আফ্রিকায় মারাত্মক আকার ধারণ করেছে এই রোগ। এখন পর্যন্ত ১৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছে আফ্রিকায়। তার মধ্যে মৃত্যু হয়েছে ৫২৪ জনের। ২০২২ সালেও ভয়াবহ আকার ধারণ করেছিল এমপক্স। ১১৬টি দেশে ১ লাখেরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। ২০০ জনেরও বেশি প্রাণ হারিয়ে ছিল সে বছর। ১৫ বছরের কম বয়সি মেয়ে ও শিশুদের মধ্যেই এই রোগ বেশি সংক্রমিত হচ্ছে। কঙ্গো, বুরুন্ডি, কেনিয়া, রুয়ান্ডা এবং উগান্ডাসহ আফ্রিকার অনেক দেশে এ রোগের সংক্রমণ বাড়ছে। তার মধ্যে আবার দেখা গেছে এই রোগের নতুন রূপ। হু-এর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছরের প্রথমদিকে মাঙ্কিপক্সের ঘটনা বেশি ঘটেছে।

এ প্রসঙ্গে হু-এর মহাপরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধ করতে আন্তর্জাতিক স্তরে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আফ্রিকা থেকে শুরু করে ইউরোপ ও এশিয়ার সর্বত্র ছরিয়ে পড়ছে এই রোগ। ফলে সচেতন হওয়ার সময় এখনই।

সর্বশেষ খবর