পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে সোমবার প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে চলতি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গত ৯ আগস্ট এক নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা ঘটনার এক মাস কেটে গেছে। মমতা বলেন, ‘এক মাস তো হয়ে গেল। আমি অনুরোধ করব, পুজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।’
মন্তব্যের প্রতিক্রিয়া : মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিভিন্ন ক্ষেত্রের মানুষজন প্রতিক্রিয়া দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠে আসছে। তাতে মূলত ‘উৎসবে ফেরার’ আহ্বানকে প্রত্যাখ্যান করা হয়েছে। শিক্ষাবিদ পবিত্র সরকার ডিডব্লিউকে বলেন, ‘সাধারণ মানুষ দিনের পর দিন প্রতিবাদ করছেন। মুখ্যমন্ত্রী তাদের মনোভাব বুঝতে পারেননি। তাই এটা উৎসবে ফিরে যাওয়ার সময় নয়, যখন একটা শোকের মধ্যে আমরা আছি। পুজো হবে তার নির্ঘণ্ট অনুযায়ী, উৎসব নিয়ে সংযম কাম্য।’ চলচ্চিত্র নির্মাতা অশোক বিশ্বনাথন বলেন, ‘এমনই একটা ভয়ংকর মর্মান্তিক ঘটনা ঘটেছে যে, উৎসবের সঙ্গে যুক্ত থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বরং যারা প্রতিবাদ করছেন, তাদের সঙ্গে আমি আছি। এত সময় নিচ্ছেন তদন্তকারীরা, এই হত্যার পিছনে কোনো অভিসন্ধি আছে কি না, ধামাচাপা দেওয়া হচ্ছে কি না, সেটা নিয়েই আমাদের চিন্তা। উৎসব নিয়ে নয়।’ মুখ্যমন্ত্রীর আহ্বানের মধ্যে সরকারের একটা লক্ষ্য দেখছেন কেউ কেউ। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী ডিডব্লিউকে বলেন, ‘মুখ্যমন্ত্রী অনুদান দিয়েছেন। তিনি চাইছেন এই ঘটনাটা ভুলিয়ে দিতে।