সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারত সফরের আগে   সেখানকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একসময় অবমাননাকর মন্তব্য করায় দুই জুনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মোদিকে কটাক্ষ করায় চলতি বছর ওই দুই মন্ত্রীকে বরখাস্ত করা হয়। এরপর মুইজ্জুর ভারত সফরের আগে তারা পদত্যাগপত্র জমা দিলেন। অব্যাহতি নেওয়া দুই মন্ত্রী মরিয়ম শিউনা এবং মালশা শরিফ। তবে তারা পদত্যাগপত্রে বলেছেন, ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।

চীনপন্থি হিসেবে পরিচিত মোহাম্মদ মুইজ্জু গত বছর মালদ্বীপের ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি শুরু হয়। এরপর তিনি ক্ষমতায় আসার পরেই ভারতীয় সেনাদের মালদ্বীপ ছেড়ে যেতে বলেন।

সর্বশেষ খবর