পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে সোচ্চার হলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে নারী চিকিৎসকের নৃশংস হত্যাকান্ড ও খুনের ঘটনায় ব্যর্থতার দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত বলে মনে করেন তিনি। তার অভিমত ‘মুখ্যমন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত। কারণ তিনি চূড়ান্তভাবে ব্যর্থ। তিনি একাধারে মুখ্যমন্ত্রী, আবার পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। তিনি সম্পূর্ণভাবে রাজ্যকে ব্যর্থতার দিকে ঠেলে দিয়েছেন। আমরা শিক্ষকদের রাস্তায় দেখেছি, তারা অনশনে বসেছিলেন। এবার ডাক্তাররা রাস্তায় নেমে অনশনে বসেছেন। এই দুটোই সমাজের স্তম্ভ। এই স্তম্ভ দুটো এখন নড়বড়ে হয়ে গেছে। অন্যদিকে তিনি ডান্ডিয়া নেচে বেড়াচ্ছেন। আমরাও কয়েকদিন পরে খেলা শুরু করব। তাকে ইস্তফা দিয়েই ছাড়ব।’ শনিবার রাতে মেয়ের হত্যার সুবিচারের আশায় মৌন প্রতিবাদ চালিয়ে যাওয়া সেই তিলোত্তমার (নাম পরিবর্তিত) বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরই এই মন্তব্য করেন শ্রীলেখা। কলকাতা প্রতিনিধি