চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথমবারের মতো কূটনৈতিক আলোচনায় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে দিকনির্দেশনা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ দুই দেশের নেতৃত্বের নির্ধারিত দিকনির্দেশনা অনুসরণ করে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ওয়াং-ই আশা প্রকাশ করেন, মার্কো রুবিও এমন ভূমিকা পালন করবেন যা চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। রুবিও জানান, যুক্তরাষ্ট্র এমন একটি সম্পর্ক গড়ে তুলতে চায়, যা আমেরিকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেবে। আলোচনায় চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য, তাইওয়ান ইস্যু এবং দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের মিত্রদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তাইওয়ান ইস্যুতে চীনের জবরদস্তিমূলক নীতির বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন।