চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করেছে একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক হাসপাতাল। যেখানে বর্তমানে কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এটি স্বাস্থ্যসেবার খাতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরানি বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ৩ মে এমন উদ্যোগের ঘোষণা দেওয়া হয় একটি টুইটের মাধ্যমে; যা প্রযুক্তি ও স্বাস্থ্য খাত ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট ক্রিপটো টোকেন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। সংবাদমাধ্যম জানায়, এআই হাসপাতাল চালুর মাধ্যমে নাগরিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের দিক থেকে এক বিশাল অগ্রগতি ঘটিয়েছে চীন। এ পদক্ষেপ ভবিষ্যতে ব্লকচেন ও ক্রিপটো ইকোসিস্টেমেও ব্যাপক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেসব প্রকল্প এআই উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত। এদিকে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হাসপাতালে এখন কাজ করছেন ১৪ জন এআই চিকিৎসক। এআই চিকিৎসকরা রোগ নির্ণয়, তথ্য বিশ্লেষণ এবং চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করবেন বলেও জানা গেছে; যা স্বাস্থ্যসেবা দ্রুততর, আরও নির্ভুল এবং খরচ সাশ্রয়ী করে তুলবে বলে অভিমত সংশ্লিষ্টদের।