ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত বিশ্বকে প্রথমবারের মতো দেখার সুযোগ করে দিচ্ছে পরীক্ষিত পশ্চিমা সরঞ্জামের বিরুদ্ধে চীনের উন্নত সামরিক প্রযুক্তি কেমন কাজ করবে। এরই মধ্যে চীনের প্রতিরক্ষা খাতের শেয়ারদর দ্রুত বাড়ছে। চীনা কোম্পানি এভিআইসি চেংডু এয়ারক্রাফটের শেয়ার এ সপ্তাহে ৪০ শতাংশ বেড়েছে। কারণ পাকিস্তান দাবি করেছে, বুধবার তারা চীনের তৈরি জে-১০সি ফাইটার জেট ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান যার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালও ভূপাতিত করেছে। তবে ভারত এখনো পাকিস্তানের এ দাবির বিষয়ে বা কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি। চীনের তৈরি জেট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তিনি এ বিষয়ে অবগত নন।’ তবে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে তার অস্ত্র ও প্রযুক্তিগুলো বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে কাজ করেছে এবং ভবিষ্যতে কীভাবে কাজ করতে পারে, তা চীন সম্ভবত খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একটি উদীয়মান সামরিক পরাশক্তি হিসেবে চীন চার দশকেরও বেশি সময় ধরে কোনো বড় যুদ্ধের সম্মুখীন হয়নি। তবে নেতা শি জিন পিংয়ের নেতৃত্বে দেশটি তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। উন্নত অস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি তৈরিতে প্রচুর সম্পদ ব্যয় করছে। এ আধুনিকায়ন কার্যক্রম চীন তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানেও সম্প্রসারিত করেছে, যাকে বেইজিং দীর্ঘদিন ধরে ‘লৌহপ্রতিম বন্ধুত্ব’-এর মর্যাদা দিয়ে আসছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের ৮১% সরবরাহ করেছে চীন। এ অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো যে কোনো ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু পাকিস্তানি অস্ত্র আবার চীনা কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে বা চীনের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে নির্মিত হয়েছে। লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাংক এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সাজ্জান গোহেল বলেন, ‘এর মানে হলো ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘর্ষ প্রকৃতপক্ষে চীনের রপ্তানি করা সমরাস্ত্রের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়।’ -সিএনএন
শিরোনাম
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
- আগামী সপ্তাহের যেকোনও সময় গাজায় যুদ্ধবিরতি: ট্রাম্প
- গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৫১
ভারত-পাকিস্তান সংঘাতে প্রযুক্তি পরীক্ষা সারল চীন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর