ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত বিশ্বকে প্রথমবারের মতো দেখার সুযোগ করে দিচ্ছে পরীক্ষিত পশ্চিমা সরঞ্জামের বিরুদ্ধে চীনের উন্নত সামরিক প্রযুক্তি কেমন কাজ করবে। এরই মধ্যে চীনের প্রতিরক্ষা খাতের শেয়ারদর দ্রুত বাড়ছে। চীনা কোম্পানি এভিআইসি চেংডু এয়ারক্রাফটের শেয়ার এ সপ্তাহে ৪০ শতাংশ বেড়েছে। কারণ পাকিস্তান দাবি করেছে, বুধবার তারা চীনের তৈরি জে-১০সি ফাইটার জেট ব্যবহার করে ভারতের যুদ্ধবিমান যার মধ্যে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফালও ভূপাতিত করেছে। তবে ভারত এখনো পাকিস্তানের এ দাবির বিষয়ে বা কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি। চীনের তৈরি জেট ব্যবহারের বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘তিনি এ বিষয়ে অবগত নন।’ তবে পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে তার অস্ত্র ও প্রযুক্তিগুলো বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কীভাবে কাজ করেছে এবং ভবিষ্যতে কীভাবে কাজ করতে পারে, তা চীন সম্ভবত খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। একটি উদীয়মান সামরিক পরাশক্তি হিসেবে চীন চার দশকেরও বেশি সময় ধরে কোনো বড় যুদ্ধের সম্মুখীন হয়নি। তবে নেতা শি জিন পিংয়ের নেতৃত্বে দেশটি তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। উন্নত অস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি তৈরিতে প্রচুর সম্পদ ব্যয় করছে। এ আধুনিকায়ন কার্যক্রম চীন তার ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানেও সম্প্রসারিত করেছে, যাকে বেইজিং দীর্ঘদিন ধরে ‘লৌহপ্রতিম বন্ধুত্ব’-এর মর্যাদা দিয়ে আসছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পাকিস্তানের আমদানি করা অস্ত্রের ৮১% সরবরাহ করেছে চীন। এ অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত ফাইটার জেট, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো যে কোনো ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিছু পাকিস্তানি অস্ত্র আবার চীনা কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে বা চীনের প্রযুক্তি ও দক্ষতা ব্যবহার করে নির্মিত হয়েছে। লন্ডনভিত্তিক থিঙ্ক ট্যাংক এশিয়া-প্যাসিফিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক নিরাপত্তা পরিচালক সাজ্জান গোহেল বলেন, ‘এর মানে হলো ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সংঘর্ষ প্রকৃতপক্ষে চীনের রপ্তানি করা সমরাস্ত্রের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়।’ -সিএনএন
শিরোনাম
- নাশকতার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
- বগুড়ায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
- ঈদের ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
- পাকিস্তানের সঙ্গে সংঘাতে আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু
- বৃহত্তর স্বার্থে কাপ্তাই হ্রদ বাঁচিয়ে রাখা জরুরি: ফরিদা আখতার
- নটরডেম কলেজের ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
- ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ
- বিএনপিকে আরও ত্যাগ স্বীকার করতে হবে: এ্যানি
- যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিলেন হাসিনাপুত্র জয়, নিয়েছেন শপথ
- পাকিস্তানের সঙ্গে সংঘাতে বন্ধ ৩২ বিমানবন্দর খুলে দিল ভারত
- দীর্ঘ ১১ বছর পর খালাস পেলেন বিএনপি নেতা দুলু
- আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা খেলা
- শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যায় সিসিটিভিতে দেখতে পাওয়া ব্যক্তি গ্রেফতার
- বেনজীরের স্ত্রীর দুবাইয়ের দুই ফ্ল্যাট জব্দের আদেশ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ২২ মে আসছে নওগাঁর আম, ৪ হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা
- আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
- নতুন ভিসা ও অভিবাসন নীতি চালু করেছে যুক্তরাজ্য
- যে কারণে ইসরায়েল থেকে বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে নরওয়ে
- আইভীর জামিন নামঞ্জুর
- ১৭ ও ২৪ মে শনিবার চলবে সুপ্রিম কোর্টের বিচারকাজ
ভারত-পাকিস্তান সংঘাতে প্রযুক্তি পরীক্ষা সারল চীন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর