ভারতের পাঞ্জাবের অমৃতসরে ভেজাল তথা বিষাক্ত মদ খেয়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয়জন। স্থানীয় প্রশাসনের আশঙ্কা মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
প্রশাসন জানিয়েছে, অমৃতসর জেলার মাজিথা ব্লকের অন্তর্গত পাঁচটি গ্রামে এই বিষাক্ত মদপানের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার পর স্থানীয় বাসিন্দারা মদ পান করে বলে জানায়। এরপরই পেট ব্যথা, অসহ্য যন্ত্রণা, বমি শুরু হতে থাকে। সঙ্গে সঙ্গেই তাদের গুরু নানক হাসপাতাল, সিভিল হাসপাতালসহ অন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর গভীর রাতে এক এক করে মৃত্যুর খবর আসতে থাকে। পাঞ্জাব পুলিশের ডিআইজি (বর্ডার রেঞ্জ) সতিন্দার সিং জানান, ‘এ ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
ইতোমধ্যেই মাস্টারমাইন্ড ও মদ সরবরাহে অভিযুক্ত ডিস্ট্রিবিউটরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এদিকে ঘটনার পরই স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর শুরু করে দেখা হয়, আর কোনো ব্যক্তি ওই বিষাক্ত মদ পান করেছেন কি না বা যথাযথ চিকিৎসা পরিষেবা পেয়েছেন কি না। পাশাপাশি বেআইনি মদ বিক্রেতাদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যেই পাঞ্জাব সরকারের তরফে এ ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।