মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিশ্চিতভাবে তার নিজ শহরের মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি। নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক দেশের কারাগারে আটক থাকলেও তা তার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রয়টার্স জানিয়েছে, ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দুতার্তে দেশটির দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন। দুতার্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’-এ হাজার হাজার মানুষ নিহত হন। -রয়টার্স
এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে-এমন অভিযোগে গ্রেপ্তার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে আছেন দুতার্তে। মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে ফিলিপাইনস পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দি আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সি দুতার্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। এক সময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতার্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’। দুতার্তের পুরোনো ফেসবুক অ্যাকাউন্টে অভিনন্দন বার্তার জোয়ার বয়ে গেছে। অনেকেই তাকে নিজ লোকজনের সেবার জন্য ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ‘অভিনন্দন, তাতাই (বাবা) ডি! তাকে বাড়িতে নিয়ে এসো’-লিখেছেন এক মন্তব্যকারী। আইসিসিতে বিচারের মুখোমুখি হওয়া প্রথম সাবেক এশীয় প্রেসিডেন্ট হতে পারেন দুতার্তে। সবাইকে বিস্মিত করে ফিলিপাইনস পুলিশ তাকে গ্রেপ্তার করার পর তার সমর্থকদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া হয়। বিদেশি একটি আদালতের হয়ে ফিলিপাইনস পুলিশ তাকে ‘অপহরণ’ করেছে বলে অভিযোগ করেন তারা। দুতার্তে তার মাদকবিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। তার আইনজীবীরা দুতার্তের গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন। সমালোচকরা বলেছেন, তার গ্রেপ্তারে দাভাও এবং এর বাইরে তার ও তার পরিবারের প্রতি সমর্থন আরও দৃঢ় হয়েছে। সোমবারের নির্বাচনে এই সাবেক প্রেসিডেন্টের দুই ছেলেও জয় পেয়েছেন। একজন কংগ্রেসের সদস্য হিসেবে পুনর্র্নির্বাচিত হয়েছেন, অপরজন দাভাওয়ের উপমেয়র হিসেবে নির্বাচিত হচ্ছেন, তিনি তার বাবার অবর্তমানে দায়িত্বপালন করবেন বলে ধারণা করা হচ্ছে। ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে সাবেক প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে।