অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক সময়ে দণ্ডিত আলোচিত ‘মাশরুম খুনি’ এরিন প্যাটারসনের বিরুদ্ধে নতুন করে ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। তিনি তার স্বামী সায়মন প্যাটারসনকেও বোলোনেজ পাস্তা ও চিকেন কোরমা কারির সঙ্গে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। গতকাল আদালতের গোপনীয়তা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এ তথ্য জানা গেছে।
এরিন প্যাটারসন নামের ওই গৃহবধূ ২০২৩ সালের জুলাইয়ে পারিবারিক আয়োজনে দুপুরের খাবার তৈরি করেন। খাওয়ার সময় ছিল হাসিঠাট্টা আর প্রার্থনা। কিন্তু এ খাবার খেয়ে কয়েক দিনের মধ্যে তার স্বামীর মা-বাবা ও বৃদ্ধ খালার মৃত্যু হয়।
স্বামীর মা-বাবা ও খালাকে প্রাণঘাতী বিষাক্ত ডেথ ক্যাপ মাশরুম মিশিয়ে গরুর মাংসের ওয়েলিংটন খাইয়ে হত্যা করার মামলায় ওই মাসেই দোষী সাব্যস্ত হন এই অস্ট্রেলীয় নারী। খাবার পরিবেশনের আগে এরিনের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হলেও তাকে ‘ন্যায়বিচার’ পাওয়ার সুযোগ দিতে সেসব জুরি বোর্ডের সামনে উপস্থাপন করা হয়নি।
তবে গতকাল সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিয়েল এসব অভিযোগ গোপন রাখার আবেদন নাকচ করে দিয়েছেন।