যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নতুন পরিচালকের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। বরখাস্ত হওয়া সুসান মনারেজের স্থলাভিষিক্ত হচ্ছেন জিম ও’নিল। তবে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের (আরএফকে জুনিয়র) ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনারেজের আইনজীবীরা বলেন, তার বরখাস্ত অবৈধ এবং তিনি কেনেডির চাপানো অবৈজ্ঞানিক ও বেপরোয়া নির্দেশনা মানতে অস্বীকৃতি জানানোয় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, তিনি প্রেসিডেন্টের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। সিলিকন ভ্যালির সাবেক টেক বিনিয়োগকারী জিম ও’নিল এমন এক সময়ে সিডিসির নেতৃত্ব নিচ্ছেন, যখন ভ্যাকসিন নীতি নিয়ে সংস্থার ভিতরে তীব্র বিভাজন তৈরি হয়েছে। এ কারণে অন্তত তিনজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। -ওয়াশিংটন পোস্ট
এর মধ্যে প্রধান মেডিকেল কর্মকর্তা ডেবরা হাওরি সতর্ক করেছেন, ভ্যাকসিন নিয়ে বাড়তে থাকা ভ্রান্ত তথ্য সম্পর্কে এবং সংস্থার বাজেট কমানোর পরিকল্পনার বিরোধিতা করেছেন। ট্রাম্প প্রশাসনের সময় মনারেজকে সিডিসির নেতৃত্বে মনোনীত করা হয়েছিল এবং জুলাইয়ে সিনেটে কেবল রিপাবলিকানদের সমর্থনে তিনি অনুমোদন পান। এর আগে ট্রাম্প তার প্রথম পছন্দ সাবেক কংগ্রেসম্যান ডেভ ওয়েলডনকে সরিয়ে দেন ভ্যাকসিন ও অটিজম নিয়ে বিতর্কিত মতামতের কারণে। বৃহস্পতিবার ফক্স নিউজে কেনেডি বলেন, সিডিসির নেতৃত্বকে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। তার দাবি, সিডিসি ভেঙে পড়েছে, এটির সংস্কার প্রয়োজন। এদিকে বুধবার মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) নতুন কোভিড ভ্যাকসিন অনুমোদন করেছে। তবে সেগুলো কেবল বয়স্কদের জন্য উন্মুক্ত থাকবে; শিশু ও তরুণ প্রাপ্তবয়স্ক যারা গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে নেই তারা তা পাবেন না।