নেপালে চলতি মাসে হওয়া দুর্নীতিবিরোধী বিক্ষোভে সহিংসতা ও নাশকতার তদন্তে বিচার বিভাগীয় কমিটি করেছে সুশীলা কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল দেশটির এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। নিবন্ধনহীন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা, বিস্তৃত পর্যায়ে ছড়িয়ে পড়া দুর্নীতি ও চাকরির সংকট নিয়ে শুরু হওয়া জেন-জিদের বিক্ষোভ শেষ পর্যন্ত হিমালয়ের দেশটিতে মারাত্মক প্রাণঘাতী সংঘাত উসকে দিয়েছিল। কেপি শর্মা ওলিকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য করা ওই বিক্ষোভ-সহিংসতায় এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট ও পার্লামেন্ট ভবনসহ অসংখ্য মল, বিলাসবহুল হোটেল ও বিক্ষোভকারীদের দৃষ্টিতে ‘দুর্নীতিবাজ রাজনীতিকদের ঘনিষ্ঠ’ বলে পরিচিত ব্যক্তিদের শো-রুমে আগুন দেওয়ার ঘটনাকে ঘিরে ২ হাজারের বেশি আহতও হয়েছে। এসব সহিংসতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি গৌরি বাহাদুর কার্কির নেতৃত্বে তিন সদস্যের একটি বিচার বিভাগীয় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী রামেশ্বর খানাল। প্রতিবেদন জমা দিতে কমিটিকে তিন মাসের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ‘বিক্ষোভ চলাকালে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি, উভয় পক্ষের বাড়াবাড়ি এবং কারা আন্দোলন চলাকালে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কাজে জড়িত ছিল কমিটি তা তদন্ত করে দেখবে,’ বলেছেন খানাল। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি-ও বিক্ষোভে সহিংসতার তদন্ত চেয়েছেন এবং বলেছেন, তার সরকার পুলিশকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করতে বলেনি। বিক্ষোভে ‘বাইরের লোকজন’ ঢুকে পড়েছিল, তাছাড়া ভিড় লক্ষ্য করে যেসব অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, পুলিশের কাছে সেসব অস্ত্র ছিলই না, বলেছেন তিনি। রবিবার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নতুন মন্ত্রী হিসেবে আরও পাঁচজনের নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। এ নিয়ে তার মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়াল ৯-এ। -রয়টার্স
শিরোনাম
- কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত
- ঢাকার বাতাসের মান আজ কেমন?
- দেম্বেলের হাতে ব্যালন ডি’অর, বনমাতির তিনে তিন
- প্রস্তাব বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার
- দাম বাড়ছে ভোজ্যতেলের, কত বাড়বে চূড়ান্ত হয়নি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৩ সেপ্টেম্বর)
- বসুন্ধরা ঘিরে ৬ মেট্রো স্টেশন
- নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
- ঈশ্বরদীতে গাড়ি চাপায় যুবক নিহত
- ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
- চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম স্থবির, ভোগান্তি চরমে
- ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভে আটক দুই শতাধিক
- যুক্তরাষ্ট্রের স্কুলে সেলফোন নিষিদ্ধ, সুফল দেখছেন অভিভাবক-শিক্ষকরা
- এবার ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে হামাসের চিঠি, দাবি রিপোর্টে
- রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় তাসিনের
- আমিরাতে ভিসা বন্ধের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
- হবিগঞ্জে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ
- অক্টোবরের মধ্যে সম্পূরক বৃত্তি না দিলে কঠোর হুশিয়ারি ছাত্রদলের
- গাজার দায়িত্ব নেবে বিশেষ বাহিনী: ফ্রান্স
- সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ
জেন-জি বিক্ষোভে নিহত ৭৪
সহিংসতার তদন্তে নেপালে বিচার বিভাগীয় কমিটি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর