পাকিস্তানের হায়দরাবাদের লতিফাবাদ এলাকার একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। সর্বশেষ শনিবার রাতে উদ্ধারকারীরা একজনের লাশ উদ্ধার করেন। দেশটির উদ্ধারকারী পরিষেবা ১১২২-এর মুখপাত্র জানান, লাঘারি গোথ নদীর তীরে লতিফাবাদ পুলিশ স্টেশন এলাকার একটি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ বহু মাইল দূরে পর্যন্ত শোনা গেছে।
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছে, ধ্বংসস্তূপে অনেক কক্ষ ও দেওয়াল ভেঙে পড়ায় আরও কয়েকজন আটকা পড়ার শঙ্কা রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের বের করার চেষ্টা করছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গেছে। ঘায়দরাবাদের মেয়র কাশিফ শোরো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। -ডন
তিনি বিস্ফোরণে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।