মস্কোর নিকটবর্তী রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। এর মাত্র এক দিন আগে রাশিয়া কিয়েভে ব্যাপক ও প্রাণঘাতী হামলা চালায়। শনিবার সমাজমাধ্যমে ইউক্রেনীয় সেনাবাহিনী জানায়, শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমাতে রিয়াঝান অঞ্চলের ওই তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এই হামলা সামরিক অভিযানের অংশ।
শুক্রবার রাশিয়ার হামলায় কিয়েভে অন্তত ছয়জন নিহত হয় এবং আরও প্রায় তিন ডজন মানুষ আহত হয়। বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আঘাত হানা সেই হামলাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা আক্রমণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক মিসাইলসহ রাশিয়া প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে।
সূত্র : আলজাজিরা, গার্ডিয়ান