লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।
শিরোনাম
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
মুমিনের অন্তরে আশা ও ভয়ের সমন্বয় থাকবে
মুফতি মুহাম্মদ আল আমিন
Not defined
অনলাইন ভার্সন
চাকচিক্যময় দুনিয়ার চোখ ধাঁধানো জৌলুসে আমরা বিমোহিত। তার নিত্যনতুন পরিবর্তনশীল রূপ-সৌন্দর্যে মুগ্ধ। আমাদের খেয়াল নেই যে, পৃথিবী ক্ষণস্থায়ী। আখেরাত চিরস্থায়ী। আজকের বাড়ি আমার আসল বাড়ি নয়। এ জগৎ সংসার আমার আসল ঠিকানা নয়। যেদিন চোখ দুটো চিরদিনের জন্য বন্ধ হবে সেদিন খালি হাতে যেতে হবে মাটির পিঠ থেকে মাটির বুকে। কবরের বুকে গেলে আমাদের জানা নেই যে, কার সঙ্গে কি আচরণ করা হবে। কারে মাফ করে দেওয়া হবে, আর কাকে শাস্তি দেওয়া হবে। তাই আল্লাহর দরবারে সব সময় ক্ষমার আশা রাখতে হবে। সঙ্গে সঙ্গে শাস্তি ও ভয় রাখতে হবে। হজরত আনাস (রাজিঃ) থেকে বর্ণিত। নবী করিম (সা.) এক যুবকের কাছে গেলেন, যখন সে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন : তুমি নিজেকে কি অবস্থায় মনে করছ? সে উত্তর দিল, ইয়া রসুলুল্লাহ! আমি আল্লাহর রহমতের আশা করছি, আবার নিজের গুনাহের জন্য ভয়ও পাচ্ছি। রসুল (সা.) বললেন, এমন মুহূর্তে যার অন্তরে এ দুটি জিনিস একত্রিত হয় তাকে আল্লাহ আশার বস্তুটি দান করে থাকেন আর যে জিনিসটি থেকে সে ভয় পায় সে জিনিস থেকে আল্লাহ তাকে নিরাপদ করে দেন (তিরমিযী)। প্রকৃতপক্ষে যারা আখেরাতের প্রস্তুতি গ্রহণে যারা ব্যস্ত তারাই বুদ্ধিমান। হজরত শাদ্দাদ ইবনে আউস (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেছেন— বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের প্রবৃত্তিকে অনুগত রাখে এবং মৃত্যু-পরবর্তী সময়ের জন্য কাজ করে যায়। আর নির্বোধ সেই ব্যক্তি, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে (মুক্তির) আশা করে বসে থাকে (তিরমিযী)। আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার সময়টা একেবারেই ক্ষুদ্র। হজরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুল (সা.)-কে বলতে শুনেছি— আল্লাহর কসম! আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ কেবল এতটুকুই যে, তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুলটি চুবিয়ে নিল। এবার সে দেখুক, এ আঙ্গুল কতটুকু পানি নিয়ে এসেছে (মুসলিম)। অর্থাৎ যতটুকু পানি হাতে লেগেছে তা হলো দুনিয়ার জীবন। আর যে পানি সমুদ্রে রয়েছে তা হলো আখেরাতের জীবন। এ জন্য রসুল (সা.) সব সময় বলতেন, দুনিয়ায় নিজেকে পথচারী বা মুসাফির মনে করবে। অর্থাৎ ক্ষণস্থায়ী পৃথিবীর প্রতি নিরাসক্ত থাকতে হবে। দুনিয়ার মোহে, লোভ-লালসায় মত্ত হওয়া যাবে না। এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে উমর (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) আমার কাঁধে হাত রেখে বললেন— দুনিয়াতে এমনভাবে থাক যে, তুমি একজন প্রবাসী মুসাফির অথবা একজন পথচারী (বুখারি)। এ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার ডানার মতোও নয়। হজরত সাহল ইবনে সা’দ (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেন, যদি দুনিয়া আল্লাহর কাছে মশার ডানার সমানও মূল্যবান হতো তাহলে কোনো কাফিরকে এ থেকে এক চুমুক পানিও পান করতে দিতেন না (আহমদ, তিরমিযী)। কারণ প্রিয় জিনিস কেউ তার শত্রুদের দেয় না। মহান আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই বিধায় এর টাকা-পয়সা, ধন-দৌলত, স্বর্ণ-রুপাসহ সব সম্পদ মুসলমান-অমুসলিম সবাইকে দান করেন। ইমান-আমল যেহেতু মূল্যবান তাই তা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের দান করেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
২৪ মিনিট আগে | জাতীয়

সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারীতে আইনজীবীদের বিক্ষোভ
৪৩ মিনিট আগে | দেশগ্রাম