লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা।
শিরোনাম
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
- যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
- গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান
- পরের রাউন্ডে ভালো খেলবে বাংলাদেশ : নান্নু
- বাংলাদেশে ফ্রান্স ভিসাসেবা চালু ভিএফএস গ্লোবালের
- বাংলাদেশকে গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের আমন্ত্রণ চীনের
- অ্যাডিশনাল ডিআইজি জালাল উদ্দিন আহমেদের মৃত্যু
- খানসামায় ৬৮ কেজি গাঁজাসহ আটক ১
- হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সাত দফা দাবিতে লক্ষ্মীপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
- সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু
- অস্ট্রেলীয় সাংবাদিকের যে প্রশ্নে চটে গেলেন ট্রাম্প (ভিডিও)
মুমিনের অন্তরে আশা ও ভয়ের সমন্বয় থাকবে
মুফতি মুহাম্মদ আল আমিন
Not defined
অনলাইন ভার্সন
চাকচিক্যময় দুনিয়ার চোখ ধাঁধানো জৌলুসে আমরা বিমোহিত। তার নিত্যনতুন পরিবর্তনশীল রূপ-সৌন্দর্যে মুগ্ধ। আমাদের খেয়াল নেই যে, পৃথিবী ক্ষণস্থায়ী। আখেরাত চিরস্থায়ী। আজকের বাড়ি আমার আসল বাড়ি নয়। এ জগৎ সংসার আমার আসল ঠিকানা নয়। যেদিন চোখ দুটো চিরদিনের জন্য বন্ধ হবে সেদিন খালি হাতে যেতে হবে মাটির পিঠ থেকে মাটির বুকে। কবরের বুকে গেলে আমাদের জানা নেই যে, কার সঙ্গে কি আচরণ করা হবে। কারে মাফ করে দেওয়া হবে, আর কাকে শাস্তি দেওয়া হবে। তাই আল্লাহর দরবারে সব সময় ক্ষমার আশা রাখতে হবে। সঙ্গে সঙ্গে শাস্তি ও ভয় রাখতে হবে। হজরত আনাস (রাজিঃ) থেকে বর্ণিত। নবী করিম (সা.) এক যুবকের কাছে গেলেন, যখন সে মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিল। তিনি জিজ্ঞাসা করলেন : তুমি নিজেকে কি অবস্থায় মনে করছ? সে উত্তর দিল, ইয়া রসুলুল্লাহ! আমি আল্লাহর রহমতের আশা করছি, আবার নিজের গুনাহের জন্য ভয়ও পাচ্ছি। রসুল (সা.) বললেন, এমন মুহূর্তে যার অন্তরে এ দুটি জিনিস একত্রিত হয় তাকে আল্লাহ আশার বস্তুটি দান করে থাকেন আর যে জিনিসটি থেকে সে ভয় পায় সে জিনিস থেকে আল্লাহ তাকে নিরাপদ করে দেন (তিরমিযী)। প্রকৃতপক্ষে যারা আখেরাতের প্রস্তুতি গ্রহণে যারা ব্যস্ত তারাই বুদ্ধিমান। হজরত শাদ্দাদ ইবনে আউস (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেছেন— বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের প্রবৃত্তিকে অনুগত রাখে এবং মৃত্যু-পরবর্তী সময়ের জন্য কাজ করে যায়। আর নির্বোধ সেই ব্যক্তি, যে কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে (মুক্তির) আশা করে বসে থাকে (তিরমিযী)। আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার সময়টা একেবারেই ক্ষুদ্র। হজরত মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রসুল (সা.)-কে বলতে শুনেছি— আল্লাহর কসম! আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ কেবল এতটুকুই যে, তোমাদের কেউ সমুদ্রে তার আঙ্গুলটি চুবিয়ে নিল। এবার সে দেখুক, এ আঙ্গুল কতটুকু পানি নিয়ে এসেছে (মুসলিম)। অর্থাৎ যতটুকু পানি হাতে লেগেছে তা হলো দুনিয়ার জীবন। আর যে পানি সমুদ্রে রয়েছে তা হলো আখেরাতের জীবন। এ জন্য রসুল (সা.) সব সময় বলতেন, দুনিয়ায় নিজেকে পথচারী বা মুসাফির মনে করবে। অর্থাৎ ক্ষণস্থায়ী পৃথিবীর প্রতি নিরাসক্ত থাকতে হবে। দুনিয়ার মোহে, লোভ-লালসায় মত্ত হওয়া যাবে না। এ বিষয়ে হজরত আবদুল্লাহ ইবনে উমর (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) আমার কাঁধে হাত রেখে বললেন— দুনিয়াতে এমনভাবে থাক যে, তুমি একজন প্রবাসী মুসাফির অথবা একজন পথচারী (বুখারি)। এ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর দরবারে নেই। আল্লাহর কাছে দুনিয়ার মূল্য মশার ডানার মতোও নয়। হজরত সাহল ইবনে সা’দ (রাজিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসুল (সা.) বলেন, যদি দুনিয়া আল্লাহর কাছে মশার ডানার সমানও মূল্যবান হতো তাহলে কোনো কাফিরকে এ থেকে এক চুমুক পানিও পান করতে দিতেন না (আহমদ, তিরমিযী)। কারণ প্রিয় জিনিস কেউ তার শত্রুদের দেয় না। মহান আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই বিধায় এর টাকা-পয়সা, ধন-দৌলত, স্বর্ণ-রুপাসহ সব সম্পদ মুসলমান-অমুসলিম সবাইকে দান করেন। ইমান-আমল যেহেতু মূল্যবান তাই তা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের দান করেন।
এই বিভাগের আরও খবর