Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৩ অক্টোবর, ২০১৯ ১০:৩১
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৩১

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ

পবিত্র আখেরি চাহার শোম্বা আজ। আখেরি চাহার শোম্বা বলতে হিজরি সফর মাসের শেষ বুধবারকে বোঝায়। এটি পৃথিবীর বেশির ভাগ মুসলমানের কাছে তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রোগমুক্তির সংবাদে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে নিজেদের সাধ্যমতো দান-সদকা ও শুকরিয়া নামাজ আদায় করে দিনটি উদ্যাপন করেছিলেন। সেই থেকে মুসলিম উম্মাহ এটি ‘রোগমুক্তি’ দিবস হিসেবে পালন করে আসছে। হাদিসে বর্ণিত আছে, সকালবেলায় রসুলুল্লাহ (সা.) আয়শা (রা.)-কে ডেকে বললেন, ‘আয়শা! আমার জ্বর কমে গেছে, আমাকে গোসল করিয়ে দাও। সেমতে তাঁকে গোসল করানো হয়। তিনি সুস্থবোধ করেন। এরপর ওফাতের আগে তিনি আর গোসল করেননি।’ অনেক ধর্মপ্রাণ মানুষ রোগমুক্তির আশায় এদিন দোয়ায়ে শিফা পড়ে গোসল করে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-খয়রাত করে থাকেন।

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ সারা দেশে পবিত্র আখেরি চাহার শোম্বা উদ্যাপনে মসজিদে মসজিদে বয়ান, ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

বিডি-প্রতিদিন/মাহবুব


আপনার মন্তব্য