আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরু আগেই মঙ্গলবার থেকে ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। চিল্লাধারী মুসল্লিদের ঢল এখন ইজতেমা ময়দানের দিকে।
বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের সামানা নিয়ে ময়দানে অবস্থান করতে দেখো গেছে। একদিকে চলছে ময়দানে সর্বশেষ প্রস্তুতি, অপরদিকে চলছে মুসল্লিদের প্রবেশ।
আয়োজক কমিটির ধারনা গতবারের চেয়ে এবার কয়েকগুন বেশী মুসল্লি ময়দানে অবস্থান নিবেন। আগামী ১০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে।
এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। প্রথম পর্বের তিনদিন আলেম ওলামা এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের তিনদিন মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে।
পাবনা থেকে আসা এক চিল্লাধারী মুসল্লি আনোয়ারুল হক বলেন, ভাই ময়দানে অনেক কাজ করতে হবে, দাওয়াতের কাজ, চিল্লাধারীসাথী তৈরী করাসহ বিভিন্ন কাজ করতে হবে, তাই আগেই ময়দানে প্রবেশ করেছি। আলেম ওলামা পক্ষের মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের সকল প্রস্তুতি প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। তবে এবার গতবারের চেয়ে অনেক মুসল্লি বাড়বে।
সন্ধ্যায় ময়দান পরিদর্শনে এসে গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, মুসল্লিদের সেবায় সিটি কর্পোরেশন ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। তাছাড়া আমি নিজে প্রতিদিন ময়দানে গিয়ে ময়দানের খোঁজখবর রাখছি এবং আগত মুসল্লিরা যাতে কোন ধরনের অসুবিধায় না পড়ে বিষয়টিও নজরে নিচ্ছি। তবে আশাকরি সফলভাবেই ইজতেমা সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/হিমেল