১৮ জানুয়ারি, ২০২০ ১১:৪৭

বিশ্ব ইজতেমায় এসে আরও ৪ জনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

বিশ্ব ইজতেমায় এসে আরও ৪ জনের মৃত্যু

টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে গত রাতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত ৭ জন মুসল্লির মৃত্যু হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতরাতে আরও ৪ মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে এবারের ইস্তেমায় ৭ মুসল্লির মৃত্যু হল। 

শুক্রবার দিবাগত রাতে মৃত্যুবরণকারী মুসল্লিরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫), গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের ভিক্ষু হাজীর ছেলে আব্দুস ছোবহান (৬৫)। 

শনিবার ফজরের নামাজের পর তাদের মধ্যে দুইজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এর আগে গত দুইদিনে সড়ক দুর্ঘটনা, বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন, নরসিংদির বেলাবো উপজেলার সুরুজ মিয়া, গাইবান্দার ফুলছড়ি উপজেলার গোলজার হোসেন নামে আরও তিনজনের মৃত্যু হয়।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর