৪ অক্টোবর, ২০২০ ১৩:৫৪

ছয় মাস পর খুলল মসজিদুল হারাম

অনলাইন ডেস্ক

ছয় মাস পর খুলল মসজিদুল হারাম

করোনার কারণে ছয় মাসেরও বেশি সয়ম বন্ধ থাকার পর ওমরাহযাত্রীদের জন্য সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে মক্কার দুয়ার। ওমরাহ পালনকারীদের প্রথম দলটির জন্য আজ রবিবার স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম খুলে দেওয়া হয়।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব সরকার। মহামারির কারণে এবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়।
 
ভাইরাসের বিস্তার ঠেকাতে ওমরাহযাত্রীদের ক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কঠোরভাবে। মসজিদুল হারামের প্রবেশ পথে এবং ভেতরে বিভিন্ন স্থানে বসানো হয়েছে থার্মাল ক্যামেরা, যাতে নিয়মিত তাপমাত্রা পর্যবেক্ষণ করে প্রয়োজনে জরুরি সতর্কতা জারি করা যায়।   

সূত্র: আরব নিউজ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমদে

সর্বশেষ খবর