গত শনিবার বাদ মাগরিব বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সিরাত ও দোয়া মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হয়। বসুন্ধরা আবাসিক এলাকার বি ব্লকের সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এই সিরাত মাহফিলে প্রবন্ধ পাঠ ও দোয়া পরিচালনা করেছেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহসম্পাদক ও বায়তুল জান্নাত জামে মসজিদ, জি-ব্লক, বসুন্ধরার সম্মানিত খতিব শায়েখ কাসেম শরীফ। আলোচনায় শায়েখ মহানবী (সা.)-এর নগর পরিকল্পনার নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, মহানবী (সা.) মদিনায় গিয়ে মদিনা নগরীর আধুনিকায়ন করেন। ধনী-গরিব, মুহাজির-আনসার সবার আবাসনসংকট নিয়ে কাজ করেন।
শহরের ওপর যেন চাপ তৈরি না হয়, সে জন্য নতুন বসতি গড়ে তোলেন। তিনি অতিরিক্ত বসতি খালি স্থানে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। বনু কুরাইজা, বনু নজিরের বিজিত এলাকাসহ মদিনার অভ্যন্তরীণ অন্য জায়গায় বসতি ছড়িয়ে দিয়েছেন, যাতে গোত্র ও শ্রেণিগত বৈষম্যমুক্ত সমাজ গড়া যায়।
শায়েখ কাসেম শরীফ আরো বলেন, মহানবী (সা.) মদিনাকে একটি আধুনিক সুবিধাসংবলিত নগরী হিসেবে গড়ে তোলেন। সেখানে পানির ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, মসজিদ নির্মাণ, পৃথক বাজার তৈরি, সীমানাপ্রাচীর, নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সুবিধার ব্যবস্থা করেন।
এই সিরাত মাহফিলে আরো আলোচনা করেন এফ ব্লক মসজিদের খতিব ও কে ব্লক মাদরাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম।
এতে সঞ্চালনা করেন সোসাইটির মহাসচিব (ভারপ্রাপ্ত) জনাব মোক্তার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল