১০ অক্টোবর, ২০২১ ১৬:০৩

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর শুরু

অনলাইন ডেস্ক

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৯ নভেম্বর শুরু

৪১তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ২৯ নভেম্বর। পরীক্ষা শেষ হবে ৭ ডিসেম্বরে।

রবিবার সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ এ তথ্য জানিয়েছেন।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদমাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।

গত ০১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন।

গত ১৯ মার্চ দেশের আট বিভাগের কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। পরীক্ষায় অংশ নেননি ৯৯ হাজার ৬০৬ জন। অনুপস্থিতির হার ২৪ দশমিক ৬২ শতাংশ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর