কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় চলন্ত বাসে এক ছাত্রীকে লক্ষ্য করে প্রকাশ্যে অসভ্যতা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। ফের সেই একই ধরণের অশালীন আচরণের সাক্ষী রইল কলকাতা।
গতকাল রবিবার দুপুরে দোকানের ভেতর ঢুকে প্রথমে মহিলার ওপর ঝাঁপিয়ে পড়া এবং পড়ে নিজের পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ৷ ঘটনাটি বাঁশদ্রোণী থানার সেন্ট্রাল পার্ক এলাকার৷ পুলিশ জানিয়েছে, সে যুবকের নাম প্রসেনজিৎ দাস (২৩)৷
পুলিশ সূত্রে জানা গেছে, সেন্ট্রাল পার্ক এলাকায় রয়েছে একটি গিফটের দোকান৷ রবিবার দুপুরে সেই দোকানে যায় অভিযুক্ত যুবক৷ মহিলার অভিযোগ, তখন রাস্তাঘাট শুনশান ছিল৷ তিনি একাই দোকানে বসেছিলেন৷ সেই যুবক দোকানে ঢুকে আচমকায় তার ওপর ঝাঁপিয়ে পড়ে৷ কোনওমতে সেই মহিলা নিজেকে ছাড়াতে সক্ষম হলে তখন ওই যুবক নিজের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করে৷
উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ওই মহিলা মোবাইলে যুবকের বেশ কয়েকটি ছবি তুলে নেন৷ তখন পালিয়ে যায় সেই যুবক৷ এরপর বাঁশদ্রোণী থানায় তিনি অভিযোগ দায়ের করেন৷ মোবাইলে তোলা ছবির সূত্রেই এদিন রাতে পুলিশ সোনারপুর এলাকা থেকে অভিযুক্ত প্রসেনজিৎকে গ্রেফতার করে৷
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর