আসামে প্রকাশিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ বাসিন্দার নাম বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। কংগ্রেসের এই সিনিয়র নেতার প্রশ্ন, যাদেরকে ভারতীয় 'নাগরিক নয়' বলে ঘোষণা দেওয়া হলো তাদের ব্যাপারে সরকার কি ভাবছে?
আইএনএক্স আর্থিক কেলেঙ্কারির মামলায় বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দী রয়েছেন কংগ্রেসের এই প্রভাবশালী নেতা।
চিদাম্বরমের হয়ে তার পরিবারের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘এনআরসি যদি বৈধ প্রক্রিয়া হয়, তবে তালিকা থেকে পড়া ওই ১৯ লাখ মানুষের সাথে কি বৈধ প্রক্রিয়া নেওয়া হবে।’
তিনি আরও জানান, বাংলাদেশকে যদি ভারত সরকারের তরফে আশ্বাস দেওয়া হয় যে, এনআরসির কোনো প্রভাব প্রতিবেশী রাষ্ট্রে পড়বে না, সে ক্ষেত্রে ভারতের আসাম সরকার ওই ১৯ লাখ মানুষের সাথে কি রকম ব্যবহার করবে।"
সাবেক এই মন্ত্রী আরও প্রশ্ন তোলেন, বাদ পড়া ১৯ লাখ মানুষ আর কতদিন অনিশ্চয়তা, উদ্বেগ এবং তাদের নাগরিক ও মানবাধিকার থেকে বঞ্চিত থাকবেন।"
ট্যুইট নিয়ে তিনি নিজেই জানান, "আমি নিজেই আমার পরিবারকে আমার হয়ে এই ট্যুইট গুলো পোস্ট করতে বলেছি।"
উল্লেখ্য, ভারত সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এনআরসির কোনো প্রভাব তার দেশে পড়বে না বলে জানান নরেন্দ্র মোদি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন