৫ নভেম্বর, ২০১৯ ১১:৩৫

কুকুরের মাংস খাওয়ার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ

দীপক দেবনাথ, কলকাতা

কুকুরের মাংস খাওয়ার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ

দিলীপ ঘোষ

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে থাকার ব্যাপারে বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের জুরি মেলা ভার। এবার নতুন করে বিতর্কে জড়ালেন তিনি। রাস্তার পাশের স্টলে যারা গোমাংস খায় এবং বিদেশি কুকুরের মলমূত্র পরিষ্কার করে যারা নিজেদের গর্ববোধ করেন, তাদের কুকুরের মাংস খাওয়ার পরামর্শ দিলেন তিনি। 

সোমবার বর্ধমান জেলায় ‘গোপা অষ্টমী কার্যক্রম’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ‘কিছু কিছু বিদ্বজন আছেন যারা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খান। আমি তাদের বলবো কুকুরের মাংস খেতে। তারা যে প্রাণীর মাংসই খান না কেন তাদের শরীর স্বাস্থ্য ভাল থাকবে। কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে মাংস খাওয়ার কি আছে। তারা তাদের বাড়িতে খান।’ 

দিলীপ ঘোষ বলেছেন ‘গরু হল আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। কোন ব্যক্তি যদি আমাদের মায়ের সাথে খারাপ ব্যবহার করেন, তবে তাদেরকে যেভাবে সায়েস্তা করতে হয় আমি ঠিক সেভাবেই সায়েস্তা করবো। ভারতের এই পবিত্র মাটিতে গরু হত্যা করা ও গোমাংস খাওয়া একটা অপরাধ। এটা একটা মহা পাপ।’ 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর