চলে গেলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক দেবেশ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনার একটি বেসরকারি নার্সিংহোমে বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। বর্ষীয়ান সাহিত্যিকের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে লেখক ও পাঠকমহলে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন দেবেশ রায়। তার শ্বাসকষ্ট ছিল। তাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর দেবেশ রায়ের জন্ম। তার প্রথম উপন্যাস ‘যযাতি’। তার সাহিত্যসৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য হল ‘উদ্বাস্তু’, ‘নিরস্ত্রীকরণ কেন’, ‘কলকাতা ও গোপাল’, ‘সময় অসময়ের বৃত্তান্ত’, ‘শরীরে সর্বস্বতা’, ‘বরিশালের যোগেন মণ্ডল’, ‘তিস্তাপুরাণ’ এবং ‘তিস্তাপারের বৃত্তান্ত’। উত্তরবঙ্গ এবং তার রাজনৈতিক মতাদর্শ মিলেমিশে গিয়েছে এই উপন্যাসে। ১৯৯০ সালে এই উপন্যাসের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পান।
১৯৭৯ সাল থেকে এক দশক তিনি সম্পাদনা করেছেন ‘পরিচয়’ পত্রিকা। সাহিত্যিক মহলে ‘লেখকদের লেখক’ বলা হতো দেবেশ রায়কে।
বিডি প্রতিদিন/ফারজানা