নিজের রাজনৈতিক জীবনের প্রথমদিকে কলকাতা শহরের পার্শ্ববর্তী এলাকা গার্ডেনরিচে আক্রান্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ছাতনায় সেই সময়ের ‘অজানা কাহিনি’ তুলে ধরলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বাঁকুড়ার ছাতনায় এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে মমতা বললেন, ‘আমায় যখন গার্ডেনরিচে গুলি করে মেরে ফেলতে চাওয়া হয়েছিল, তখন একটা ছেলে ছুটে এসেছিলেন। গুলি আমার কপালের লাগার পরিবর্তে তার হাতে লেগেছিল। আমি বেঁচে চাই। সেই ছেলেটার নাম আখতার। বাড়ি গার্ডেনরিচে।’
তিনি আরও বলেন, ‘আমার মা তখন বেঁচেছিলেন। বিশ্বাস করুন, আমার মায়ের সঙ্গে মায়ের বিছানায় ছয় মাস ঘুমিয়েছিলেন আখতার। এটাই আমাদের পরিবার।’
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ