পশ্চিমবঙ্গে গণনা যত এগোচ্ছে, ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে। আর তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙছে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। এমন আবহে এবার মুখ খুললেন তৃণমূলের অন্যতম সেনাপতি অনুব্রত মণ্ডল।
তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ভাল কোচ। ভাল খেলোয়াড়ও। তিনি কোচিং করিয়েছেন আর আমরা মাঠে নেমেছিলাম। তবে খেলা এখনও শেষ হয়নি। আমাদের এখনও কমপক্ষে ১০-১৫টা গোল দেওয়া বাকি রয়েছে। এখন হাফ টাইম হল। ঘামে ভেজা জার্সিতে ফের মাঠে নামব। পানি খেয়ে মাঠে নেমে ১৫ গোল দিয়ে তারপর বাড়ি ফিরব!
বিজেপি-কে গো-হারা হারাতে রীতিমতো আত্মবিশ্বাসী তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। রবিবার বেলা যত গড়িয়েছে, বিজেপি-র থেকে এগিয়ে গেছে তৃণমূল। তবে সরকারিভাবে সে ঘোষণা না হলেও দলের সাফল্যে এখনই নেত্রী মমতাকে তার কৃতিত্ব দিয়েছেন অনুব্রত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক