বিপাকে পড়লেন জনপ্রিয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গেল বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে এসে উসকানিমূলক মন্তব্য দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল মানিকতলা থানায়। এবার সেই মামলার শুনানিতেই এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল আদালত। যার পরবর্তী শুনানি আগামী ১ জুন।
একুশের ভোটে দল পাল্টানোর তালিকায় ছিলেন মিঠুন চক্রবর্তীও, তিনি বিজেপিতে যোগ দেন। একুশের বিধানসভা ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় ও শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তারপর রাজ্যের একাধিক জায়গায় প্রচার করেছেন। কিন্তু সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তার মুখে শোনা যায়, আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।
তবে ভোটগণনার পর আর দেখা পাওয়া যায়নি মিঠুনের। এরপর ৬ মে মানিকতলায় থানায় মিঠুন চক্রবর্তী, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নামে মামলা দায়ের হয়। বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে মামলা করেন মৃত্যুঞ্জয় পাল। তাতে বলা হয়েছিল, ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যগুলো সাধারণ সিনেমার সংলাপ নয়। এই ধরনের বক্তব্য সন্ত্রাস এবং উত্তেজনায় প্ররোচনায় ছড়ায়।
ফলে কোথাও সন্ত্রাস হলে তার দায় মিঠুনেরও। তাদেরও গ্রেফতার করা হোক। সেই মামলায় এদিন বিচারক পুলিশের রিপোর্ট তলব করেন। পুলিশ এফআইআর করেছে কিনা জানতে চান। পুলিশকে যথাযথ তদন্তেরও নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১ জুন। তার মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে।
সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক