‘খেলা’ দেখিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের উপস্থিতিতে দলবদল করেছেন তিনি। যিনি মাসকয়েক আগেও ‘ভাইপোর’ বিরুদ্ধে নিয়মিত তোপ দাগাতেন।
শনিবার যোগ দেওয়ার পর বাবুল সুপ্রিয় জানান, বাংলার হয়ে কাজ করার জন্য সামনে ‘বড় সুযোগ’ এসেছে। তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
তিনি বলেন, ‘মমতা ও অভিষেক যে দায়িত্ব আমায় দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত উত্তেজিত।’
কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব খোয়ানোর পরই রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এরপরও বাবুলকে বোঝানোর চেষ্টা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি, ভবানীপুর উপ-নির্বাচনে ২০ জন তারকা প্রচারকের তালিকাতেও তার নাম রাখা হয়। যদিও বাবুল সুপ্রিয় জানিয়ে দেন তিনি প্রচার করবেন না। এরপর নানা জল্পনা তৈরি হয়। আজ যার অবসান হলো। পাকাপাকিভাবে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ