২৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:১০

ধেয়ে আসছে ‘গুলাব’; পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক

ধেয়ে আসছে ‘গুলাব’; পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে। সে ক্ষেত্রে তার নাম হবে ‘গুলাব’। পাকিস্তান এই নামকরণ করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যেই ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ রাজ্যেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই মূহূর্তে উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। তা ক্রমেই উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় এই অতি গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর রবিবার ওড়িশার দক্ষিণে ব্রহ্মপুর এবং অন্ধ্রপ্রদেশের উত্তরে বিশাখাপত্তনমের মাঝ বরাবর কলিঙ্গপত্তনমের কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করবে সেটি।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর