২৫ নভেম্বর, ২০২১ ০২:৩২

ভাল্লুকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

ভাল্লুকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভাল্লুকের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল যুবকের

ভাল্লুকটির সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ যায় এক কিশোরের। এর পরই প্রাণীটির ওপর আক্রমণ চালায় জনতা। এতে প্রাণিটিও মারা গেছে। বুধবার বিকালে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মেটেলি চা বাগানে এই হিমালয়ান কালো ভাল্লুককে পিটিয়ে মারা হয়। 

বুধবার বিকলে মেটেলি চা বাগানে ভাল্লুক ঢুকেছে বলে খবর ছড়ায়। চা বাগানে চিতাবাঘ, বাইসন, হাতি দেখা গেলেও ভাল্লুক তেমন একটা দেখা যায় না। ফলে ভাল্লুক দেখতে ভিড় করেন স্থানীয়রা। এর মধ্যে দীপেশ খালকো নামে এক যুবক ভাল্লুকের সঙ্গে সেলফি তুলতে যান। তখর তার ওপর আক্রমণ চালায় ভাল্লুক। তাকে তুলে নিয়ে জঙ্গলে চলে যায় প্রাণীটি। কিছুক্ষণের মধ্যে উদ্ধার হয় তার মুণ্ডহীন দেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের কর্মকর্তারা। ততক্ষণে পাশেই একটি ঝোপে আশ্রয় নেয় ভাল্লুকটি। ফলে দীপেশের দেহ উদ্ধার করতে যেতে পারছিলেন না বনদফতরের কর্মীরা। এরই মধ্যে ভাল্লুকের ওপর আছড়ে পড়ে স্থানীয়দের ক্ষোভ। প্রাণীটিকে পিটিয়ে মারেন স্থানীয়রা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশপ্রেমীরা। তাদের দাবি, পুলিশ ও বনদফতর তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত।

ভারত ও ভুটানে হিমালয়ের পার্বত্য এলাকায় দেখা যায় এই কালো ভল্লুক, যা বিপন্ন বন্যপ্রাণী হিসাবে নথিভুক্ত। 

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর