শুক্রবার কলকাতায় পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনের শুরুতেই হাওড়া স্টেশন থেকে 'বন্দে ভারত' এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিক সুচনা করবেন মোদি। এদিন সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামার কথা তার। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যাবেন রেসকোর্স ময়দানে। সেখান থেকে সড়কপথে সকাল ১১.১৫ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছবেন তিনি।
কার্যত মোদির হাত ধরেই এরাজ্যে প্রথম চলবে সেমি হাই স্পিডের 'বন্দে ভারত' এক্সপ্রেস (গোটা দেশে সপ্তম) ট্রেনটি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি (এনজিপি) চলবে এই এক্সপ্রেস ট্রেন।
নীল-সাদা রঙের এই অত্যাধুনিক, শীততাপ নিয়ন্ত্রিত দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি বুধবার বাদে সপ্তাহে ছয়দিন যাতায়াত করবে।
'বন্দে ভারত' এক্সপ্রেস এর শুভ যাত্রা উপলক্ষে হাওড়া স্টেশনে সমস্ত আয়োজনই শেষ। আধঘণ্টা ওই অনুষ্ঠানে থাকবেন মোদি। প্রধানমন্ত্রীর এই সম্পর্কে ঘিরে হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকা গুলো কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। হাওড়া স্টেশনের সুরক্ষা দায়িত্ব রয়েছে স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি) এর হাতে। এছাড়াও নিরাপত্তার দায়িত্ব থাকবে হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশের হাতে।
'বন্দে ভারত' ছাড়াও হাওড়া স্টেশন থেকেই ভিডিও কনফারেন্স' এর মাধ্যমে জোকা থেকে তারাতলা পর্যন্ত সম্প্রসারিত মেট্রোরেলেরও উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি আরও একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
হাওড়া স্টেশনের অনুষ্ঠান সেরেই প্রধানমন্ত্রী যাবেন গার্ডেনরিচে ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কার্যালয় 'আইএনএস নেতাজী সুভাষ' এ। সেখানে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখার্জী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন'এর উদ্বোধন করবেন।
জাতীয় স্বচ্ছ গঙ্গা মিশনের আওতায় একাধিক জল প্রকল্পের শিলন্যাস করবেন তিনি। এছাড়া দ্বিতীয়তম জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরও। এছাড়াও পরিষদের সদস্য হিসাবে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন আরো কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মূলত গঙ্গা-পদ্মার ভাঙন সমস্যা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে।
ওই বৈঠক সেরে মধ্যাহ্নভোজ করবেন তিনি। এরপর গার্ডেনরিচ থেকে সড়ক পথে রেসকোর্স ময়দান, সেখান থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দর। এরপর এদিন বিকালে দিল্লি ফিরে যাবেন তিনি। মোদির এই কলকাতা সফরে তার সফর সঙ্গী হতে পারেন বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন