১৫ মার্চ, ২০২৩ ২১:৪১

তবে কি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব? জানালেন মমতা ব্যানার্জি

দীপক দেবনাথ, কলকাতা

তবে কি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব? জানালেন মমতা ব্যানার্জি

২০২০ সালে বলিউড তারকা শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু শুটিংসহ নানা ব্যস্ততার কারণে এখন আর সেভাবে সময় দিতে পারছেন না। স্বাভাবিকভাবে এখন বিকল্প খুঁজছেন মমতা। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পছন্দ টলিউড অভিনেতা ও ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংসদ দীপক অধিকারী (দেব)। যদিও বলিউড বাদশা শাহরুখ খানও আপাতত ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই থাকছেন। 

বুধবার রাজ্য সরকারের সচিবালয় 'নবান্ন'এ অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের সঙ্গে বৈঠকে প্রস্তাব রাখেন মমতা।  

বৈঠক শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে মমতা বলেন, দেব কিছু বলবে? তুমি বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করো না বাবা। মমতারই প্রস্তাবে কার্যত হকচকিয়ে যান দেব। এদিক-ওদিক তাকাতে থাকেন তিনি। দেব জানতে চান 'আমি'? 

এরপর পর্যটন বিভাগকে মমতার প্রস্তাব 'এবার দেবকে অ্যাম্বাসেডর করা হোক। আমাদের শাহরুখ খান আছেন কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত লোক। ও বেচারা সময় দিতে পারে না। ও একটা ভিডিও তৈরি করে দিয়েছিল।' 

এসময় দেব কে সামনে রেখে পর্যটন নিয়ে একটি ভিডিও তৈরির কথাও বলেন মমতা। মুখ্যমন্ত্রী জানান 'গৌতম দা (পরিচালক গৌতম ঘোষ) ভালো করে একটা ভিডিও বানিয়ে দিক। সেই ভিডিওটা দেবসহ দু তিনজন মিলে করুক।' 

শেষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাতে সম্মতি দিয়ে দেব বলে উঠেন 'ডান'।

বৈঠকে পরিচালক গৌতম ঘোষকে উদ্দেশ্য করে মমতাকে বলতে শোনা যায় 'গৌতম দা আপনি তো বাংলাদেশের পদ্মা নদী নিয়ে অনেক ছবি করেছেন। এবার গঙ্গা নদী নিয়ে থিম করুন তো।' 

শিল্পপতিদের সঙ্গে এই এদিনের বৈঠক থেকে আরেকটি বড় ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (WTO) কলকাতায় আসছে। সে ক্ষেত্রে ডব্লিউটিও পশ্চিমবঙ্গের মুকুটে নতুন পালক হয়ে উঠবে। কলকাতায় তাদের অফিস খুলছে।' 

মমতা জানান, ৩৫ লাখ বর্গফুট জায়গা নিয়ে তাদের অফিস হবে। আমাদের জমি প্রস্তুত আছে। তারা এখানে দেড় হাজার কোটি রূপি বিনিয়োগ করছে। ডব্লিউটিও তৈরি হলে এখানে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলেও জানান মমতা।

আগামী ২১ তারিখ ডব্লিউটিওর এক প্রতিনিধি দল আসবে রাজ্যে। ওই দিন রাজ্য সরকারের সাথে একটি এমওইউ স্বাক্ষরিত হবে। ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি ব্যবসায়ীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এর ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে তো বটেই এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তের একাধিক দেশের সাথেওৃ বাণিজ্যের পথ খুলে যাবে। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর