৩০ মে, ২০২৩ ১৮:৪৮

অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি পেছালো

কলকাতা প্রতিনিধি

অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি পেছালো

ফাইল ছবি

নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন। ওইদিন দুপুর ২ টায় এই মামলার শুনানি শুরু হবে। 

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের 'প্রতীচী' নামক বাড়িতে তার নামে থাকা ১৩ শতক জমি ফেরত চেয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সময়সীমা বেঁধে দিয়েছিল, গত ৪ মে তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিভাস রঞ্জন দে'র একক বেঞ্চ জানিয়েছিল এই সম্পর্কিত একটি মামলা বীরভূম জেলা দায়রা আদালতে চলছে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের জমির বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সেই মোতাবেক ৩০ মে এই মামলার শুনানির দিন ধার্য ছিল। 

এদিন মামলার শুনানির শুরুতেই উচ্ছেদের নোটিশ জারি নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এস্টেট কর্মকর্তার বৈধতার প্রসঙ্গটি উত্থাপন করে মামলার শুনানির দিন পিছিয়ে দেওয়া হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর