পূর্ব ভারতের ওড়িশা রাজ্যে একাধিক ট্রেনের সংঘর্ষে পশ্চিমবাংলার নিহতদের পরিবারকে ৫ লক্ষ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া গুরুতর আহতদের এক লক্ষ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার কথা জানালেন তিনি।
শনিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে একথা জানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার হতাহতদের পাশে আছে। আমরা অ্যাম্বুলান্স ও মেডিক্যাল টিম পাঠিয়েছি। বাংলার বহু মানুষ এই ট্রেনে ছিলেন। আমাদের রাজ্যের বড় ক্ষতি। বাংলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের যারা আহত হয়েছেন, প্রয়োজনে কলকাতায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করাব।
তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় রেলের সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন।’ উল্লেখ্য, এর আগে, শুক্রবার রাতে ঘটনার পরই এই ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা দেয় ওড়িশার কেন্দ্রীয় সরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        