নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফতুল্লার চাঁদমারী এলাকায় আজ সোমবার দুপুরে চাঁদমারী এলাকায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আজমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর নারায়ণগঞ্জ সদর উপজেলা সার্কেলের পরিদর্শক নজরুল ইসলাম, উপ-পরিদর্শক আয়েত আলী প্রমুখ।
দণ্ডপ্রাপ্তরা হলো- ফতুল্লার গাবতলী এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে ইব্রাহিম, সদরের মাউরাপট্টি এলাকার মোশারফ হোসেনের ছেলে শাহীন, ফতুল্লা চাঁদমারী এলাকার শুক্কুর আলীর ছেলে আব্দুল হালিম, ফতুল্লা পাইনাদী স্কুলসংলগ্ন আব্দুল কাদেরের ছেলে ইমরান। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫।
ইউএনও গাউছুল আজম জানান, চাঁদমারী বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রির অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।